আখ চাষে লাভ বেশি হওয়ায় মাগুরার কৃষকরা দিন দিন আখ চাষে ঝুঁকেছেন। জেলায় আখের ব্যাপক চাহিদা রয়েছে। তাই চলতি মৌসুমে জেলায় ৩০ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। এখাকার আবহাওয়া ও মাটি চাষের উপযোগী হওয়ায় ফলনও ভালো হয়। বোম্বাই, মুগী জাতের আখ চাষে আগ্রহী এখানকার কৃষকরা।
আরও পড়ুন: চৌগাছায় ১৮০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শিম চাষ
কৃষক ইয়াকুব আলী বলেন, ‘এবারের মৌসুমে তিন বিঘা জমিতে আখ চাষ করেছি। ভালো ফলন হয়েছে। দামও ভালো আছে। এই রকম দাম থাকলে ভালো লাভ হবে বলে আশা করছি। চাহিদা বেশি থাকায় খেতেই আখ বিক্রি হয়ে যায়। আবহাওয়া ভালো থাকায় এবারে তেমন একটা রোগ বালাই দেখা দেয়নি। অন্যান্য বছরের তুলনায় বেশি লাভের আশা করছি।’
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মাল্টা ও কমলা চাষে লাভবান চাষিরা
কৃষক আলামিন হোসেন জানান, আখ একটি দীর্ঘমেয়াদি ফসল, যা জমিতে প্রায় ১৩-১৪ মাস থাকে। বাংলা সনের আশ্বিন ও কার্তিক মাসে আখ জমিতে রোপন করা হয়। আখ বাজারজাতকরণের উপযোগী হতে প্রায় ৮-১০ মাস সময় লাগে।
আরও পড়ুন: আবাদ মৌসুমে সারের দাম বৃদ্ধি, ফরিদপুরে আমন উৎপাদনে শঙ্কিত চাষিরা
জেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামানিক জানান, এই জেলার মাটি আখ চাষের জন্য উপযোগী। এবার জেলায় ৩০ হেক্টর জমিতে ঈশ্বরদী ৪১, ৩৭, ১৬ ও ৮ জাতের আখ চাষ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবারে আঁখের ভালো ফলন হয়েছে। আশা করছি কৃষকরা লাভবান হবেন।